কবিগুরু


আমার কবি করেছে চুরি,
শব্দকোষের শব্দ যত -
সাজিয়ে গেছে ইচ্ছামত I
সুর, তাল, কথায়,
রইল আর কি বা পড়ে খাতায় I
যাই লিখি, যতই বা লিখি;
সবই যেন তাঁর প্রতিলিপি I
অপরাধ নিওনা আমায়,
অনুকরণ যদি হয়ে যায় I
বড় ভয় জাগে, ধৃষ্টতা ব্যতিরেকে -
আজও আমার লেখনীর কালি;
শুষেছে কি শতাব্দী আগে, গীতবিতানে ?
তুমি বিশ্বকবি বিশাল মহীরুহ I
আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র কনিকাসম I
ঈশ্বর দিলেন বর্ন, তুমি দিলে ভাষা
এ জীবন হল সার্থক, পড়ে তোমার লেখা I
তুমি আমার দম্ভ, জ্ঞানের স্তম্ভ
কবিগুরু তোমার চরণে,
রইল শতকোটি প্রণম্য I