মাতৃভাষা


৩ ৫                                                                                 ১৬/০৪/২০২০

অ আ ক খ
সবই যেন হ-য-ব-র-ল,
কত শব্দ জানা-অজানা
আছে ঠাসা ভাণ্ডারে;
বদ্ধ-মনের আগল ঠেলে,
বের হও তারই সন্ধানে I


মাথার ভিতর কিলবিল করে,
হরেক রকম শব্দ;
ছন্দ শৃঙ্খল ঠিক সাজালে
রচবে তোমার কাব্য I


কাব্যে তুমি তাল জড়িয়ে,
গাইবে তোমার গান
সুর যদি লাগাও সাথে
জুড়বে আমার সবার প্রাণ I


মাতৃভাষা জোর কদমে
জানো ভালো বেসে I
সৃষ্টির ছোঁয়া যাবে মিশে,
ফুটবে তোমার গল্পে I


ভাষায় যেমন রক্ত ঝরে
ভাষায় আনে শান্তি -
ভাষায় তোমার শ্রীবৃদ্ধি,
মন্দ ভাষায় অশান্তি I


মধুর আমার মাতৃভাষা
বাংলায় হাতে-খড়ি I
ভাষার জোয়ারে এসেছে কত –
লেখক, সাহিত্যিক, কবি I


মাতৃভাষায় এঁরা আমার
বাড়িয়েছেন কত মান !
সবার প্রতি রইল আমার,
শতকোটি প্রণাম I