অশনি সংকেত


ওহে মানুষ ! থামবে তুমি কবে ? !! –
আক্ষেপ করি আজ ভগ্নদেহে ;
মগডালে বসে কুঠার হাতে ,
কাটছো নাতো গাছের গোড়া নির্বিকারে ?
পরিবেশ দিবস উদযাপন আজ গালভরা -
প্রকৃতিকে নিয়ে করছো নাতো মশকরা !
শতাব্দীভর বিজ্ঞান সভ্যতার কুঅভিসারে -
ছুটছে তোমার অবক্ষয়ের বিজয়রথ নির্বিচারে I


ওহে মানুষ ! থামবে তুমি কোথায় ? !! –
বন অরণ্য সমগ্র প্রাণিসম্পদকূল আজ যে বড় অসহায় -
আমাজন-সুন্দরবন-ম্যানগ্রোভ , অযোধ্যা থেকে হিমালয় ;
শুধুই করে হায় হায় !
লাগামহীন দূষণ টানছে আমায় , অকাল মৃত্যুর খাদের কিনারায় I
মাইলের পর মাইল সবুজ শূন্য , হাড় কঙ্কাল এ পৃথিবী ,
মাটির নিচের তোলা কার্বনে ভরেছে গোটা মেদিনী I
পঙ্কিল আবর্তে নদী নালা হয়েছে আজ কদর্য নর্দমা সহ শববাহী I
আনছো নাতো ডেকে , গলা হিমবাহে নিজের সলিল সমাধি ?  


ওহে মানুষ ! শুধরোবে তুমি কবে ? !! –  
প্রাণবায়ুর হাহাকারে তুমি বাঁচবে কিভাবে ,
ভেবে দেখেছ কি একান্তে বসে ?
সমতল পাহাড় সব লন্ডভন্ড আজ ভূমিকম্পে , মেঘ ভাঙা জলে ;
সাগর-নদীর পাড়ের মানুষগুলো বিপন্ন আজ, সাইক্লোন-সুনামির কবলে  I
অতিবৃষ্টি-অনাবৃষ্টির বিভীষিকা দিচ্ছে রোজ অমানিশার ডাক
সুমেরু হতে কুমেরু অবধি দূষণের জাল -
এভারেস্টের উচ্চ শিখরও তোমারই অভিঘাতে বেহাল I
আমি তো চেয়েছি শুধু , প্রকৃতি-পশুপাখি-মানুষের সহাবস্থান ;
তোমাদের গগনচুম্বী অত্যাধুনিকতার আত্মাভিমান  -
তোমার-আমার অস্তিত্বই আজ হল , কাল I