প্রাক্তন  


মুখোমুখি কেবিন , সম্পর্কের ইতি টানে করিডোর ;
ফাইল-কাবার্ডগুলো বিভেদ টেনে ,
হঠাৎ যেন হলো আমার তোর I
জীবনে কি তবে এল তোর , নতুন ভোর ;
ছুটির পরে এখন আর কার সাথে ঘরে ফিরিস রোজ !


পার্টিতে দেখা হয় , দুজনের বাক্য খরায় ;
দীর্ঘশ্বাস পড়ে নিকোটিনের ধোঁয়ায় I
গ্লাসে চুমুক দিয়ে মেটায় গ্লানি ,
গ্লাসের এপারে প্রাক্তনী I


যুক্তির বন্যায় , বানভাসি পাড় ;
মাঝপথে ঘূর্ণিপাকে আটকে অভিসার I
Emotion আর Ego-র আজও কেন ডাকেনি যুদ্ধবিরতি ,
Adjustment আর Compromise কাকে দিয়েছে ফাঁকি ?
দেখি কে এখন পারে সামলাতে ;
তোর জেদাজেদি, পাগলামি আর খামখেয়ালী I


ফ্রিজের গায়ে টাঙ্গানো রোজনামচা , হাওয়ায় পড়ে গেছে কবে ;
সেলোটেপটা আজও আছে গায়ে সেঁটে  I
প্রত্যাশার ভেলায় চড়ে নিখোঁজ হয় সে ভালোবাসা I
জীবনটা কি সত্যিই আমার ভুলে ভরা ?


Social Media আর Colleague-রা আজ কেমন যেন লাগে অসহ্য –
জীবনের মানে আজ হয়ে গেল দুর্বোধ্য I


চিরচেনা গলির মোড়ে , আমার নিরুত্তাপ খেদ -
কাঠগড়ায় দাঁড়িয়ে আপসে নিয়েছি বিচ্ছেদ ;
ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলি , আমার যাওয়ার পথে -
চলে গেলি সম্পর্কের ইতি টেনে ,
একটা সিগনেচার-এ ভর করে I