শুভ নববর্ষ


ঝরা পাতায় উড়িয়ে,
পুরনো বাতাস সরিয়ে;
সাথে করে কালবৈশাখী,
তুমি এলে নাকি -!
এসো আমার আঙিনায়,
নতুন বাতাস বয়ে,
জাগিয়ে নতুন আশা
উদ্যম ভরসা নিয়ে,
এসো আমার ঘরে I
বিগত বছরের বৃথা আঁকি-বুকি;
তুলির ছোঁয়ায় আজ, ক্যানভাসে আঁকি I
হিংসা বিদ্বেষ যত ঘুচে,
জরা-ব্যাধি যাক মুছে;
মিলুক প্রান-বান্ধব -
আসুক শাখে নব-পল্লব I
গত বছরের পুরনো প্রেম যত,
মিটিয়ে ক্ষত, হোক পরিণত I
ভরুক চারিদিক তোমারই জয়গানে,
শুরু হোক ষড়ঋতু, তোমারই আহবানে I
গত বছরের গ্লানি কাটিয়ে,
জাগুক মনে হর্ষ I
আজ ১লা বৈশাখ,
শুভ নববর্ষ I


---------------------------------------------------------------------------


ওহে বৈশাখ, এসো আজ !


জুড়লো আজ নতুন পাতা, জীবনের খাতায় -
বলাকার দল ওড়ে যেন তোমারই ইশারায় I
নিজেকে মেলি আজ অন্য ঠিকানায় -
মুখ দেখি আয়নায় নতুন চেহারায় I
ওহে বৈশাখ, উঁকি দিলে আজ, মনের জানালায় I


জাগাও প্রাণে সুরেলা বাঁশি,
নতুন বছর করো সবে সুখী -
শান্ত নদী, কুহু রবে মেতেছে ধরণী, সেজেছে নতুন সাজ  I
ওহে বৈশাখ, এলে তুমি আজ I  


সম্পর্কে পুরনো ক্ষত,
দুঃখ, বেদনা, হতাশা যত ;
দিশাহীন মন জর্জরিত !
আজ থেকে হোক বিতাড়িত I
ওহে বৈশাখ, ঘর আমার করো আলোকিত I
নব ভাবনায় করো উজ্জীবিত I


শুকনো পাতা সরিয়ে
কচি নব পল্লব, নব ফুলে-ফলে শাখে ভরে -
এলে তুমি আজ নতুন প্রভাতে I
পুরনো বাতাস সরিয়ে
চৈত্রের কালবৈশাখীর সাথে -
দিলে তুমি ধরা, বছর পার করে I
স্বপ্ন আশা বুকে বেঁধে -
পুরিব অসমাপ্ত যত, তোমারি হাত ধরে I
ওহে বৈশাখ, এলে আজ প্রাণে
আহ্বান করি তোমায় নববর্ষের গানে I