মন বিহঙ্গ
২                                                                                   ০ ৫/০৩/২০২০


সুপ্ত যেথায় লুকিয়ে ছিল, গোপন প্রতিভা
আবেগ স্রোতে ভেসে এলো, বিরল মহিমা I
কলম ধরে লিখি, যত, পাই নাকো ছন্দ
চেনা শব্দ চরকি কাটে, মনে শুধু দ্বন্দ্ব I
ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, পাইনে কবির দাম;
খানিকটুকু খুশি হলে, জুড়োবে মোর প্রাণ I
কারুর কাছে নগণ্য, কারুর কাছে ধন্য
সুর-তাল নাই, তাই খুঁজিছি অরণ্য I
সপ্তসুর এলোমেলো হয়, বাঁধছি সোপান তবু,
শ্লেষের মাঝে সাধছি গলা, হতে পারি অনন্য কভু I
তুলির আঁচড়ে সাতরঙা হয়, সাদা কাগজ খানি,
আলো-আঁধারে মুছে গ্লানি, চাইনা শ্লেষের করতালি I
নাই বা পেলেম মান, নাই বা চাইলে;
বাঁক ফিরে ছবিখানি –
তবু সে তো হাতে গড়া আমার পৃথিবী  I
আদিম নাচে পা দোলে, বাজে সাধের মাদল
একতারা খোঁজে মনের মানুষ, হাত তুলে বলি হরিবোল I
হেসে যতই বল, এ কি উন্মত্ত !
উপভোগ করি, ছৌ এর তালে, উদ্দাম সে নৃত্য I
জানিনে নে নাচ কারে বলে –
তবু সে তৃপ্তি, মনই শুধু জানে I
বয়ে গেল সব ভাবাভাবি, নাইবা দিলে সঙ্গ
বয়েই গেল বল যদি সব বৃথা, মন্দ I
ক্ষনিকের জীবন আমার, ভরাই উল্লাসে –
প্রাপ্তি সবের মূল্য নাই হোক,
তুষ্টি হোক পূর্ণ I