ভোট-বাক্স


চতুর্দিকে সব তুলছে রব
খেলা হবে, খেলা হবে !
বলছে না কেউ গলা উঁচিয়ে
তোমার এবার চাকরি হবে I
বলছে কি কেউ; বাঁশের সাঁকোটা এবারে হবে পাকা
বলছে কি, বন্ধ কারখানাগুলোয় এবার আলো জ্বালা !
বলছে কি কেউ; কাজের খোঁজে করিম চাচার, আর দিতে হবে না পাড়ি I
ঝুপড়িওয়ালা পাবে এবার , মাথা গোঁজার বাড়ি !
সাম্যবাদের নামে যারা কৌটো নাচায়,
ধর্মঘট আর আন্দোলনের নামে ;
কারখানাগুলোয় তালা লাগায় I
তারা বলছে কি, বন্ধ হবে তোষণের রাজনীতি,
বন্ধ হবে এবার দাদাগিরির দুর্নীতি I
বলছে কি কেউ; শংকর মুদির অপারেশনটা কি,
এবার বিনে পয়সায় হবে ?
রিকশাওয়ালার ছেলেটা পারবে কি যেতে কলেজের চৌকাঠে !
নকশালদের উপর যে হাত
চালালো বুলেট, ধরল টিপে গলা -
ডান-বাম আজ সব মিলেমিশে I
ভোটের নামে যে যার স্বার্থটুকু বাঁচা ;
টানাটানির সংসারে শিরদাঁড়াটা, এবার কি হবে সোজা ?
বলছে সবাই হবে ভালো, এবার হবে ভালো
আমাদের গাঁয়ে কি এবারে ঢুকবে বুঝি আলো ? ! –
ধর্মের নামে  জিগির যারা তুলে
ভোট বাক্স ভরে –
তারা কি বলছে, ওষুধ- বিষুধ সবাই পাব বিনামূল্যে !
বলছে সবাই পরিবর্তন নাকি এবার হবে –
চোখ মেলে দেখি সালটা বদলানো খালি,
আগের পুরনো সেই ইশতেহারে - !!!