এশহরের অলিগলির যত মৃত আবেশ
যত অনাদরে পরে থাকা নির্জীব প্রেম
যত কাব্য অপেক্ষায় তার কবিতার
আমি তাদের নিয়ে এক শোকযাত্রায় যাবো!


শোকযাত্রার নাম হবে অনুভূতির মৃত-মিছিল
যেখানে শ্বাস নেওয়া মৃত প্রাণীরা এক হবে,
মৃত অনুভূতির আহ্বানে।


পড়ন্ত শীতের শেষবেলা থেকে শুরু হবে যাত্রা
ইতি টানবো মধ্যরাতে, যেন সমাপ্তিকালে নির্জনতাকে ছোঁয়া যায়, মধ্য রাতের মোহে যেন নির্মমতা ভোলা যায়।


মিছিলে কোন শ্লোগান থাকবে নাহ,
থাকবে কবিতা পাঠ
কবিতার সাথে তাল মেলাবে ভায়োলিন,
কখনোবা ম্যান্ডোলিন..


অনুভূতির মৃত-মিছিলে শহরে সজীবতা ফিরে আসবে না
ফিরে আসবে না কারো প্রেম..
কোনো কবির কবিতা লেখার সুর..
ফিরে যদি আসেই কিছু, তা মৃত প্রেমের অনুভূতি মাত্র।