একমুঠো বিষ
হাতে তুলে দিস ,
নোনতা চোখের জলে ।
সামলে সমর
ব্যাস্ত কবর ,
স্মৃতির কোলাহলে ।
দিনটি ছিঁড়ে
দীনের ভিড়ে ,
অশান্ত তাই রাস্তা ।
জীবন বলে
চলছে কলে ,
নষ্ট সময় বস্তা ।
এক মুঠো ধান
শুধু ব্যবধান ,
দখল অন্য সেথায় ।
গতর খেটে
খিদের পেটে,
পেটটা যন্ত্রনায় ।
না পাই খেতে
ক্ষতি কি তাতে,
কুঁড়ে ঘর আস্তানা।
কামড়ে চিবুক
ফাটছে যে বুক,
ভাত ই জুটছে না ।
দালান ফ্ল্যাটে
মাংস প্লেটে,
অবশিষ্ট ডাস্টবিনে ।
চুপটি করে
উঠছি ভোরে ,
শেষ টুকরোর সন্ধানে ।।