অনেকটা শুধরে গেছি ,
শুধু সময়ের ব্যাবধানে ।
হালকা হওয়া কালবৈশাখী -
হয়ে উঠবে জানা ছিলনা ।
প্লাটফর্ম এ তখন সতেরটা বাহান্ন ।
আর মাত্র আট মিনিট ।
তোমার চোখের কোনে জল দেখার
অভ্যেস ছিল না কোনোদিনই ।
আজ দেখলাম আর পাহাড়
ভাঙলো আমার বুক পকেটের
একটু নীচে ।
এখন সেখানে তোমার বাস ।
চোখের সামনে দিয়ে
চলে যাচ্ছে ট্রেনটা ।
পশ্চিমের আকাশে সূর্য প্রায় ডুবন্ত ।
ট্রেনের হওয়া তোমার -
চুলগুলোকে এলোমেলো করে দিল
আর এলোমেলো করলো -
আমার বুকের গহীন কোষ কে ।
অনেকটা শুধরে গেছি ।
অনেকটা ধাতস্থ এখন ।
শুধরে গেছি তোমার জন্য ।।