ডায়ারির পাতা উল্টাতেই
হাত পরল তোর দেওয়া
লাল গোলাপটার উপর l
যদিও এখন তা পুরোন -
মলাটের পাদদেশে এক জীবাশ্মের মতন l
হাতে তুলে নিই গোলাপটা l
ঘুলঘুলিতে তখন -
সবে এসে বসেছে এক চড়ুই পাখী l
বাইরে প্রচণ্ড ঝড়ের দাপটে-
পাখীটার পালক নরছিল
আশ্রয় চায় হয়তো !
কিংবা হাওয়া কে চোখ বন্ধ করে অনুভব করছে ,
আসন্ন পুজোর l
চোখ ফেরালাম গোলাপটার দিকে ,
আর দেখলাম দমকা হাওয়ায় -
এক এক করে ঝড়ে পড়লো
শুকনো পাঁপড়ি গুলো ll