আজও আমার পচা লাশের পাশে-
মাছিদের চড়ুইভাতি l
আজানা কোন দূরত্বের ব্যবধানে
বাসা বেঁধেছ তুমি l
রোজ তিল তিল করে
পচে যাচ্ছে আমার দেহ l
স্পর্শ আজ অনেক দূরে...
কল্পনা তাই অনুভূতিকে
জোর করে জাপটে ধরেছে বারবার l
হাতের স্পর্শও আজ অন্যকথা
বলে চলেছে l
ভালো খারাপের মাঝখানে-
জাতিহীন সত্ত্বার মতো l
পোড়াচ্ছি নিজেকে,
আর বলে চলেছি
আমিই সেই চরিত্রহীন ll