শিক্ষাগুরু আছেন মাথায়
সবার উপর শিক্ষা সংসার  ,
কানাকোনি আর কোটাকুটি তে
আমার বছর দশেক পার ।
বিয়ের আগে মিষ্টি কথায়
বিবেক আমার হয়েছে তরল,
বিয়ের পর সব মিথ্যে দেখি
এখন সবই হচ্ছে গরোল ।।


কথায় কথায় জিনিস ছোড়া
অভিমানী তার চোখের জল ।
সবকিছু তার ইচ্ছাধীন
আমার বাড়ছে কোলেস্ট্রল ।
রাত্তিরে তে ভূতের ভয়ে
আমায় ডেকে তোলে ।
কাঁচা ঘুমে তাই সান্তনা পাই
তার মাথায় হাত দিলে। ।


আবার যখন সকাল হয়
সেই একই নিয়মাবলী,
হয়তো আগেই ভালো ছিলাম
এখন সামলে চলি ।


পান থেকে চুন খসলে পরে
গিন্নি ভুজঙ্গিনি ।
ভয়টা আমার ছিল না আগে
এখনো সেটাই মানি ।
মনের কথা মানতে কি ভয়
সবই যখন মনে,
জানছে না তো গিন্নি আমার
সবই আমার কন্টোলে ।
প্রতিশ্রুতির মিথ্যা মনে
আমার বিবেক ভরা,
ঘাট হয়েছে সব জেনে তাই
কেন যে বিয়ে করা ।।