চলচিত্রের রূপটা এখন অন্য ।
হয়তো অন্য হয়ে গেছে -
মানুষের দৃষ্টিভঙ্গি ।
অবান্তর প্রশ্নের ঝরে ,
একটা মন একে যায় -
অনেক রকম গল্প সংলাপ ।
যদিও সেটা জীবনমুখী নয়।
কিছু হিজিবিজি শব্দ কে -
সঙ্গী করে অবান্তর লড়ে চলেছে -
দিন থেকে রাত ।
শুধু একটু ভাতের তাগিদে।
ধুলোমাখা জিন্স এর পকেটে-
আজও বেঁচে থাকে স্মৃতি ।
কেউ বাস্তবে বা অবাস্তবের
কথা না ভেবে তালি মেরে ওঠে -
আর বলে সাব্বাস জয় ভাদুড়ী ।
এটাই তো দেখতে চেয়েছিলাম ।।