সব কিছু ভালো লাগতো
যখন আমার একঘেয়ে জীবনে
রাত্রির জোনাকির মতো -
পাশে বসে আলতো স্পর্শে ।
একটা অপদার্থ মন কে
সঙ্গী করে একক নাটকের-
সামিয়ানা শুধু ।
চার দেওয়াল, খোলা জানালা
আর আমার প্রিয় আয়না ।
যার সামনে দাঁড়াতেই -
দেখতে পাই এই কুৎসিত মুখটাকে ।
হওয়া তখন আর জোরে হয়
আর ছিনিয়ে নিয়ে যায়
বাড়ানো হাত ।
ছিনতাই হয় স্মৃতি ।
আর উপহার স্বরূপ দিয়ে যায়
এক স্তর একাকীত্ব ।
শুধু শূন্যতা আর শূন্যতা ।
আর সেই শূন্যের ভেতর আমি
একটা circle এ আবদ্ধ ।
সঙ্গী একই আর সঙ্গ দিচ্ছে বাতাস.....
দীর্ঘশ্বাস এর মত ।।