যদি একবার দাঁড়াই সামনে গিয়ে
পুরোনো সেই অধিরে ।
যেমন ছিল ঘুম ভাঙা রাত পাখী
ছিল জোছনার জল নিশ্চুপ নির্বাকে।
শেষ হবে স্বপ্নের রাত
জানি ঘুম ভাঙে স্বপ্নেরও।
স্বপ্ন যে নিস্তবক
অস্তিত্বহীন অবাস্তব।
তবু স্বপ্নে তে চাই
স্বপ্ন দেখার বিষয়।
একদিন স্বপ্নের শেষ হয়
ঘুম ভাঙে এক সময়।
ভুলে গিয়ে তাও
ভালো বেসে যাই।
যদি আয়নার সামনে গিয়ে একবার দাঁড়াই
পুরোনো সেই অস্থিরতায়।
যদি চেনা-অচেনার সমীকরন ভুলে যায়।
নিছক জীবন মরন থেকে
দূরে পালাই।
যদি একবার মনের রঙ নিয়ে সামনে দাঁড়াই।
দেখি তুলি দিয়ে আঁকা আজও তুমি তাই।
ফ্যাকাসে ক্যনভাসটার রংমহল ভুলে যেতে চাই।
রঙীন ফুলের মধু
তোমার রঙেই শুধু
শিরায় শিরায় আমি মেখে নিতে চাই।
যদি একবার দাঁড়াই..........