মাথা ভর্তি মেঘ ।
এখন ছাতা হারিয়ে হাঁটছ তুমি একা ।
বৃষ্টিপাত বজ্রপাত হলে,
ঝলকে ঝলকটুকু দেখা
পশলায় পশলায়...


গোড়ালি পেরিয়ে জল হাঁটুর কাছে
যেই নদী সাঁতরে বাড়ি ফেরা,
দিকভ্রান্ত মধ্যচল্লিশেই-
তোয়ালের সাথে বন্ধুতা থাক ।
নিমেষে শুষে নেবে সব জল
তুমি জানো ?
দ্বীপ ডুবে গেলে সবটাই জলের অঞ্চল ।
শীত করছে খুব ।


ভেজা জামা গায়ে শুকোলে এমনি তো হয়,
পৃথিবী জলের নীচে,
ভেসে ওঠে শুধু সংশয় ।
আর সামান্য ভেসে ওঠা-
বারবার মাথা তুলে ইশারায় ডাকে
অসময়ে প্রেমে পড়লে জ্বর হবার সম্ভাবনা থাকে...