আবার প্রদীপের আলোয়
নতুন স্বপ্নের ভিড় ।
কাগজের নৌকো
তখন অথোই সমুদ্রে সামিল ।
টলোমলো জলচ্ছাসে
নিজেকে খুঁজে পাওয়া...
হাজার মানুষের মাঝে
একাকী গান গাওয়া ।
মেঘে ঢাকা আলোগুলো
আজ তীব্রতার মুখোশে
দিন যায় রাত আশে
অবুজ শূন্যতার আবেশে ।
ছায়ার মাঝে নিজের ছায়া,
যার খোজ তার নেই দেখা ।