পাথরের মোমবাতিতে
তখনও জ্বলছিল স্ফুলিঙ্গ ,
অচেতন ঢেউয়ে -
বাতাসের কানামাছি ।
আমাকে উড়িয়ে নিয়ে যায়
কৌমার্জের জলে .......
আমি তখন একা ।
আর সামনে নরখাদকের দল ।
শুধু গ্রাস করছে আমার -
গহীন অবচেতন কে ।
প্রলোভনে দপ করে নড়ে বসল....
আবার শান্ত ।
ঠান্ডা সাপের শরীর ।
মোমবাতির আলো -
আচর কাটল পাথরের গায়ে ।
জন্ম নিল কালো প্রলেপের ।।