কথা ছিল কথা হবে কথার ফাঁকে,
কথা ছিল কথা হবে অবকাশে ।
কথা ছিল কথা মালায় সাঁঝের বেলায়,
কথা ছিল দেখা হবে চিলে কোঠায় ।
কথা ছিল হাসনুহানার গন্ধ দেওয়ার,
কথা ছিল তোমার গর্ভে সুহানার জন্ম নেওয়ার ।
কথা ছিল show দেখাবার সত্যাজিতের biopic এ,
কথা ছিল গড়ের মাঠে আড়াল করে জনান্তিকে ।
কথা ছিল! ধর্মাবতার আপনি শুনুন,
কথা ছিল টালির ঘরে এক ফালি চাঁদ একটা উনুন ।
কথা ছিল বিধর্মতেও ধর্মটাকে বাঁচিয়ে রাখার,
কথা ছিল ঝুমকো দুলে দু চোখ মেলে জড়িয়ে ধরার।
কথা ছিল ধর্মান্তরে নিরব হবে বিরোধ ভাষণ,
কথা ছিল বন্ধ হবে বদ্ধ করা সমাজ শাসন।
কথা ছিল বেঁচে থাকার বাঁচিয়ে রাখার মানুষ যখন
কথা হল মানুষ মেরে বাঁচায় বিচারপতির শাসন ।।