কতো দূরে যেতে পার তুমি ?
আমার বাঁধন এখন মুক্ত l
ছেঁড়া বাঁশির সুর ,
আজ কেন ডাকছে
বিষন্নতা নিয়ে ?
তারুন্যের যৌবন আজ
পুড়ছে যন্ত্রনায় ll


তবুও মুক্তি লাভের আশায়,
আবার সেই চাতকের দল l
কোলাহলে কলোরব-
সব আজ ম্লান মৃতপ্রায় l
জ্বলন্ত বুকে খুঁজে পেতেচাই
আমার উষ্ন গৌরবকে ll


আগের মতো সাহস-
হয়তো আর নেই l
তবুও প্রত্যাশার কিছু -
সময় আজ হাতিয়ার l
রনক্ষেত্র নয় ....
তবুও যুদ্ধজয়ের -
দামামা বাজছে মৃত শরীরে l
হয়তো নতুন করে -
জীবন যুদ্ধে সামিল
হলাম আজ ll