চেনা আকাশে অচেনা নিঃস্বাস
মাটির গভীরে চাপা দীর্যশাস ।
চেনা যতই হোক সবই তো মুখোশ
স্বপ্ন স্বপ্ন খোঁজে
জীবন খোঁজে আপোষ ।।


বাঁধ ভাঙা উচ্ছাস
কিংবা দুঃখের রাত
কালো কালো মুখোশে
মুখরা ঢাকায় থাক ।
মুখ না মুখোশ
কে বেশি খোঁজে আপোষ
করে শুধুই অভিনয় ।।


ছোট ছোট হাসি গুলো
ঢেকে রাখে রাত দিন
মিথ্যে স্মৃতির ভাঁজে
জমে থাকা নিকোটিন
স্বপ্ন নিখোঁজ হয়
আজ কাল প্রতিদিন ।
তবুও জীবন খোঁজে
বেঁচে থাকা অমলিন ।।