বিকৃত আমার হয়েছে চেহারা
বাড়ছে আমার ভুঁড়ি ।
খিদের পেটে পারিনা থাকতে
সকালে খেয়েছি মুড়ি ।
গ্যাসের ব্যাথায় কাতর হয়ে
ঘুম আসেনা রাতে ।
চারিদিকে সব লকডাউন
শুয়ে থাকি তাই খাটে ।
কাজ কর্ম উঠল লাটে
বলছে সবাই কটু ।
খেয়ে খেয়ে তাই দিন চলে যায়
বউও বলছে মটু ।
কি করবো বুঝে নাপাই
ঝগড়াই এখন সম্বল ।
ব্ল্যাক ফাঙ্গাস আসছে আবার
শুনে হচ্ছে অম্বল ।
ঝগড়া ঝাটি হচ্ছে রাতে
বউ এর মুখ গোমড়া ।
মারছে ছুড়ে যা কিছু পায়
রোজ উঠছে চামড়া ।
মনে মনে ডাকছি ঠাকুর
মুক্তি পাবো কবে ?
বলছে ঠাকুর মুচকি হেসে
এই তো শুরু সবে ।