সিগারেট থেকে আগুন খষলে বলো
বীষন্যপাখি পায়ের পাতায় ঘাম,
রাত্রি শেষে বাতাস পুরলে বলো
কাঁধে তুলে নিই আবার নিজের লাশ...
শব্দ থেকে ঝড়ছে আকাশ নীল
দেহ মেখে নেয় বৃষ্টির শব্দ
একবার যদি ক্যানভাসে রাখো চোখ
দেখো নেশায় কাতুর আমিও জব্দ।
জলরং থেকে তুলির আলোক বৃষ্টি
দেখতে দেখতে আভিনয় শেষটায়
তোমার থেকে গন্ধ ঝড়লে পরে
আমি সব কাজ ছেড়ে ঝাঁপ দিই বিছানায় ।।