অন্ধ ইস্পাত ছিল আর
ফুটপাতের শুয়োপোকা গুলো-
কংক্রিট চাতালের নিচে।
ক্রমশ উড়ন্ত বাতাসে
মাথাচাড়া দিয়ে ওঠে ডাস্টবিনের পাশে-
পরেথাকা জলন্ত সিগারেটটা।
আভিগ্যতায় মরাকাঠও নেভেনি তখনো।
তার ঠিক দুই আঙ্গুল উপরেই-
ছিল নোটিশবোর্ড……………..
যেখানে ভালোবাশা বিক্রি হয়।
তার পায়ে পরে থাকা-
চাতালের নিচে ঘুমন্ত শুয়োপোকাগুলি।
যারা আজো হাত পেতে আছে।
অসম্ভব মরিচীকার কাছে ।।