শেষ দুটোপাতা তখন ফাঁকাই ছিল,
বইয়ের ভীড় থেকে ধুলো ঝেড়ে,
এক ঘেয়ে কবিতাগুলো...
যা অতীতের নখ দিয়ে
আঁচর মারছিল আমার নরম বুকে।
আবার আসতেই হলো,
পর্বশেষ করে নাস্তিকের টানে।
তবুও চোখে ক্লান্তি নামেনি।
মৃদু হাওয়াতে...
টেবিলে রাখা নীল মলাটের...
ডায়ারীর পাতাগুলো তখন উড়ছিল
মুছে যাওয়া স্মৃতির মত,
তৃষ্না এখনো মেটেনি।।