যখন তিক্ততা মাথা চাড়া দেয়
তখন বুঝি কিছু একটার অভাব
যখন হাত ধরাধরির পালা শেষ
বিমর্ষ নদীর বুকে তখন ওঠে উত্তাল
তোমার ছোয়াকে মনে করে
এক গাল হাসির আদল তখন আমার মুখে
আগের কথাকে বারবার
কদর্জতার হাত  থেকে রেহাই
দিতে পারছি না
হটকারিতায় মনে পরে যায়
তোর হাতের উঠে যাওয়া
খয়ারী রঙের নেলপালিসের কথা..