লোকে আমায় পাগল বলে
ধন্য পাগলামি
তোমার পথে তুমি যাও
আমার পথে আমি
একলা আমি একলা চলি
কজন লোকে দেখে
টাকার গদি বঁরশির কলে
সবাই সম্মুখে
টাকার অঙ্কে যায়না চেনা
কে আপন কে পর
টাকার স্পর্শে সব বেটারাই
হয়ে যায় তস্কর
একটা রুটি একটা হাতে
চুমুক মারি চায়ে
কানামাছি টাকা দেখে
সব লুটোপুটে খায়.
আমি আছি আমার মত
টাকা মাটি এক
চলতে পথে খুচরো স্মৃতি
আতোর মেখে গায় I