রাত্রি যখন মধ্য
মেঘের আড়াল ফাঁকা
মারছে উঁকি চাঁদের আলো
ঘুরছে সময় চাকা.
ঘুরছে বাড়ি ঘুরছে পথ
ঘুরছে পৃথিবী
ঘুরে আসছে ঘুর্নী ঝড়
আবার রাত্রি..
তোমার চোখে এক ফালি চাঁদ
দেখছি ভোর রাতে
কাজল চোখে কলঙ্কতে
চাঁদের মায়াতে
তুমি ছাড়া যায়না লেখা
কাব্য কবিতা
জাপটে ধরে কলম ঠোটে
ভর্তি আমার খাতা
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
শুনছি এমন ভাবে
তোমার চোখে চাঁদের আলো
দেখতে ভালোলাগে l