তুমি বৃষ্টি হয়ে ঝরো
আমি তোমায় ছুঁতে চাই l
তুমি ধ্রুবতারা হয়ে জ্বল
আমি তোমায় দেখতে চাই l
তুমি অমন ভাবে
ডাকলে পিছু ,
তুমি অন্তরের সবকিছু ,
এ মন তোমায় পেতে চায় l


কখন আকাশ শান্ত ভাবে
বসে থাকে যেন -
কার অভাবে l
রূপকথার গল্প যেমন
কেন ফিরলেনা আর
এ পথ ধরে l


সোনার কাঠি গল্প পড়ি,
চরকাকাটা চাঁদ আর বুড়ি l
রাজপুত্র দৈত্যদানব সেই
আসত যেত তোমার মুখে l
রাতের আকাশ গল্প ছিল
তোমার কোলে মাথা  রেখে l


আজো দুহাত তোমায় খোঁজে,
নীল আকাশ বা তারার মাঝে l
হাত ছেড়ে আজ কোথায় মাগো-
ডাকছনা কেন আর আমাকে  l
সবাই বলে তারার মাঝে
আছো তুমি যে লুকিয়ে l
লুকোচুরি খেলা আজো
বাস্তব আর তারার মাঝে l