জানিনা এ পথের
শেষে যদি তুমি দাঁড়িয়ে,
জানিনা পথে
ব্যস্ত মনো রথ l
জানিনা আবার
শেষ থেকে শুরু যদি হয়,
জানবে তাতে উড়বে
বিষাক্ত কপোত্ l
জানিনা সীমানার পরে
উড়বে পাখি আবার
ছোট্ট মুক্ত ডানা যদি মেলে ,
হারিয়ে পথে একাকী
তৃষ্নার মুখে জল পরবে বলে l
আমিও একাকী
সঙ্গী পাখীর তবু ,
দিতে চাই নীল আকাশ পাড়ি,
যদি দেখা হয় তোমার
সাথে আবার
উপহার হবে আমার অশ্রুবারি ll