তোমার হাতে আমার মরন
তোমার জন্য পাহাড় l
তোমার কথা ভাসছে আবার
নদীর এপার ওপার l
কখন যেন উদাস বাউল
গাইছে দেহতত্ব ,
ভাবছি বসে নদীপারে
হয়ে একতারার ভক্ত l
সঙ্গ ছাড়া আজও আছি
খুঁজছি সেই হাতটা ,
বইছে তরী আমার মত
একাকী রাস্তা l
তবুও মন শক্ত আছে
যেমন ছিল আগে l
পরিকল্পনা তাই মনের ভেতর
উপচে পূর্বরাগে l
নতুন হয়ে আবার তুমি
মুখটা শুধু অন্য l
তোমার জন্য আবার পাগল
মরুভূমি হয় বন্য l
এমন করে কাটছে সময়
একতারাতে সুর l
মধ্যরাতে তোমার ছোঁয়া
মনে বাজছে তাই নুপুর l