মেঘের ভাঁজে আজো
জ্বলছে কষ্টগুলো l
বৃষ্টি হয়ে ঝরে-
আবার দুচোখ নীরবে l
বাক শূন্য ব্যর্থ অভিমান
একাকী বসে নীরবতার
ঘোমটার আড়ালে l
থমকে তাকায়ে থাকাট্রেনে
এই নিরব প্রহর ছেড়ে কে যাবে l
কালো রাত্রে তারা গুলো
আরো উজ্বল l
দমকা হাওয়ার ঠান্ডা স্পর্শ
জড়িয়ে ধরে l
শেষ রাতের ট্রেনে
যাত্রা শুরু দূর বহুদূরে
কোন অজানায় l