জানালার কাঁচে জমেছে মেঘ l
ঠান্ডা হাওয়ায় দুলে উঠল-
ঝুলন্ত দরজার পর্দা l
তখন খুব শীত ধরল ,
চেতনার বাস্তবতায় l
জমছে আবার সাদা হয়ে,
রাস্তার নিয়ন আলোয়-
সীমানার দৃষ্টিতে l
কাঁচে নতুন আঁকিবুকি
কিছু পরজীবি বাষ্পের l
চুপ করে থাকা -
মাকড়সার জাল ,
সেও দূলে উঠল আবার l
চোখ বন্ধ করলাম l
যদি এই মুহূর্তটা -
তোমার উপহার হতো ?
তবে হালকা আলো
আবার গায়ে মাখতাম l
তোমার নাম ধরে l