বাঁচাটা একটু কষ্টকর ,
তবুও কথাটা হয়তো সত্য,
আশায় বাঁচে চাষা l
শতদ্রু তখনো খুঁজে পায়নি-
অন্তরার কবজির নাড়ি l
এক ফোঁটা ঘাম,
পরল শতদ্রুর মাথা থেকে -
অন্তরার নরম গালে l
মনে হলো যেন অন্তরা-
একটু নরে উঠল l
ভ্রম না বাস্তব জানিনা l
মাটিতে পা পরছেনা ওর l
নিস্তেজ অচল দেহ l
শতদ্রু একটু ঝাকাতেই-
অন্তরার দীর্ঘশ্বাস l
এক বড় নিঃশ্বাস ,
তারপর কম্পিউটার স্ক্রীনে-
এক লম্বাদাগ l
শতদ্রু তখনো তার-
হৃদস্পন্দনের অপেক্ষায় ll