যখন সময় কড়িকাঠ গোনে,
বাদল বেলার ঘুম l
রাত্রি তখনো জেগে বসে রয়-
দিগন্ত নির্ঝুম l
হালকা হাওয়ায় বৃষ্টি ঝরায়
ঠান্ডা বাতাস গায়ে l
থাকছে তারা ছন্নছাড়া
ফুটপাত মেখে গায়ে l
তাদের খবর সবাই জানে
দিন মজুরী কাজ l
হাতটি বোলায় সন্ধ্যা বেলায়,
কতইনা রং বাজ ll


একটাকাতে দিনের বাজার
একশোটাকা ফ্রিজে l
এইটুকুতে অনেক কিছু
দেখতে পাবে ফ্রিতে l
তবুও হাসি মুখে কোনে
পাবলিক ট্রেনে ভিড় l
দিন বদল বা ট্রেন বদলে
জমছে পরে ক্ষীর l
তবুও হাওয়া শক্তিশালী
ফুটপাত শপিংমল l
দেশের খবর ওরাই জানে
অন্য কোথাও চল ll