স্বপ্নের মাঝে স্বপ্ন দেখি
বাস্তবতায় নয়,
রূপকথা তো ছোটো এখন
জীবন অপচয় l
যাত্ৰাপালা শেষ পাতে তাই
জোনাক ডাকে আয়,
জীবনতরী বইছে এখন
কর্মের দরিয়ায় l


ব্যস্ত তবে ক্লান্ত আমি
ঠান্ড ঘরে ঘুম,
বাতাস যেন বেড়ার ফুঁটোয়
নিশুতি নির্ঝুম l
চাঁদের হাসি দেখছি শুয়ে
ভাঙা টিনের ফাঁকে,
ছোট্ট পাখি গান গেয়ে যায়
সূর্য ওঠার আগে ll