স্তব্ধ মধ্যরাতে আলমারি ঘেঁষে
বসে পড়ল -
অদ্ভুত ভঙ্গিমায় কিছু দেবদূত l
পুরুষালী ঘ্রানে ক্লান্ত নিদ্রা-
নক্ষত্রের ভিড়ে মুখ ঢেকেছে বর্ষা l
বেমক্কা কোন কার্নিশের নিচে ,
কিছু রক্তজবা ভারমুক্ত হয়ে -
দিয়েছে ধূসর রক্তের অঞ্জলি l
মনবেদনার প্রসর্পিত রাতে -
শৈশব ডুবে যেতে দেখে বর্ষা l
ভেসে ওঠে অট্টহাসির কলরব l
বর্ষা তখন দেখতে পায়
পুর্নিমা চাঁদের কলঙ্ক l
কান্নাটাও আজ চাপা কান্নার রূপ নিয়েছে ll