ইচ্ছে আজ সক্রিয় হয়ে
উঠেছে আবার ,
দূরত্বের ব্যবধানে ।
বিমর্ষ হাত দুটো আজ -
খুঁজে চলেছে অসম্ভব যন্ত্রণাকে ।
সব কিছুতেই পরিবর্তনের হওয়া ।
সেই শিমুল গাছটাও আজ
বৃদ্ধর রূপ নিয়েছে ।
বেশি না মোটে তো
কুড়ি বছর ।
দেখো রাই মানুষের ভিড়ে
আমার বুকে জ্বলছে আগুন ।
হয়তো ফিরব তোমার কাছে ,
পা পরবে হোঁচোটখাওয়া
অতীতে ।
হয়তো আবার নতুন করে ।।