দুটো ফুল ঝরে পড়লো অকালে!
'পরীক্ষা হবে না'.. এই শব্দে কেঁপে উঠেছিল
পায়ের নিচের মাটি আর তাতেই..
তার স্বপ্নগুলো ঝুরঝুর করে ঝরে পড়লো!
স্বপ্নের বুনানি তো শক্তই ছিল..
তবু সইতে পারেনি আকস্মিক নির্দেশনামা!


অথচ যে ছেলেটা রোজ বিকেল থেকে রাত পর্যন্ত্য
এপাড়া ওপাড়া ঘুরে চিনেবাদাম, ভুট্টাভাজা
বিক্রি করে বেড়ায় নিয়ম বেঁধে.. সুর করে,
তার নিয়মে কোনো ছেদ পড়লো না।
লকডাউনের কালো দিন তাকে দমিয়ে দিতে পারেনি,
সেও তো একধরণের পরীক্ষার্থী ছিল!
সে তো কোনো স্বপ্ন বোনেনি যাতে অঝোট লাগে,
পাছে ছাড়াতে না পারলে ছিঁড়ে ফেলতে হয়।


মেয়েটা স্বপ্ন দেখেছিল পরীক্ষায় ৱ্যাঙ্ক  করবে..
এই কালো সময় তাকে বাঁচতে দিলো না।
কেড়ে নিল তার মাথার ছাদ ,
স্বপ্ন ভেঙে গেলে নাকি 'ইমিউনিটি' কমে যায়,
এইভাবেই ক্রমাগত ঝরে পড়ে পাতা.. ফুল.. ফল.. মুকুল !
উপড়ে যায় শিকড়ও।।