তবুও যন্ত্রনায়
ফেটে পরল আকাশ
আমি তখোনো চুপ্ l


টলটলে জলের কোলাহল,
তখোন ঘুম ভাঙ্গাচ্ছে
কিছু পরগাছার দলেদের -
তারাও দুলছিল তখন l
কিছু ঘর ভাঙ্গল l
ভাঙ্গল ইমারত কিংবা-
ছোট্ট পাখীর বাসা l
আমি তখোনো চুপ্ l


সত্যি বলতে আমাকে
চুপ্ই থাকতে হবে,
যখন ধ্বংস স্তুপে
উড়বে ধোঁয়া ,
ছেলে হারা মায়েরা করবে
আর্তনাদ আর....
সেই পৃথিবীর বুকে,
জমা হবে এক একটা লাশ l


হয়তো তখোনো আমাকে
চুপ্ই থাকতে হবে l
অসহায় বারান্দার
ফাঁটলে তাকিয়ে
শেষ নিঃশ্বাসে .....