যেন আবার বিকেল হবে ,
শ্যাওলা ধরা দেওয়ালের গায়ে l
অচেনা কোন বাঁশির শব্দে-
যখন হবে রাধার মানভঞ্জন l
তখন ব্যস্ততা পার করে,
নাচবে ময়ূর পেখম তুলে l
কোন এক চাতকের দৃষ্টি-
তখন আমার চোখে l
চমকপ্রদ নয় তবুও...
চাতকের মুখে তৃপ্তি -
মেটানোর অপেক্ষা l
শুধু আমিই পারি হয়তো,
প্রহর শেষে ঘুমের বেশে-
সেই অচেনা বাঁশি বাজাতে l
আর দেখতে চাতকের
শুকনো গলা ll