দিগন্ত মুছে যায়
জাগতিক পরিধির শৃঙ্খল
মন তবুও থাকে পড়ে
অভ্রান্ত মরিচীকা দিকে
তোকে ধরতে গিয়ে
বারবার হারিয়েছি পথ
শুধু শূন্যতায় তোকে
স্পর্শের অনুভূতি l
তবুও মনের গহব্বরে
বারবার আর্তনাদ করে
আর দেখতে পাই
শূন্যের ভেতর
আরেক শূন্যতাকে l
দিগন্ত মুছে যায়
জাগতিক পরিধির শৃঙ্খল
মন তবুও থাকে পড়ে
অভ্রান্ত মরিচীকা দিকে
তোকে ধরতে গিয়ে
বারবার হারিয়েছি পথ
শুধু শূন্যতায় তোকে
স্পর্শের অনুভূতি l
তবুও মনের গহব্বরে
বারবার আর্তনাদ করে
আর দেখতে পাই
শূন্যের ভেতর
আরেক শূন্যতাকে l
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
চমৎকার আবেগময় জীবনমুখী অনুভব ও বিরহের কবিতা, খুব ভাল লাগলো।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.