যদিও আমি বহ্নি নই,
তোমাকে পারিনা জ্বালাতে l
যদিও আমি শান্ত নই,
পারিনা আবার জ্বলতে l
যদিও তুমি মরিচীকা
শান্ত বাতাস যেন,
শরীর আজো উষ্ণতা হারায়
স্মৃতির ধোঁয়ায় কেন ?
যৌবন কেন পুড়ছে আবার
একাকী যন্ত্রনায় ,
ধোঁয়ার সিঁড়ি হারায় যে পথ
জীর্ণ আগাছায় l
যন্ত্রনা আজ পাশবিক নয়
পাষান হৃদয় তাই,
তবুও সুর বাজছে দেখ
পুরানো জানালায় l
মাতছি তাতে ভুলছি আবার
গীটারকে বন্ধু করে,
স্বরলিপি আজ মাথাচাড়া দেয়-
সূর্য উঠবে ভোরে ll