লকডাউন


চলন্ত পথ আজ শান্ত ,
যানবাহন সব আজ ক্লান্ত !
মানব জাতি আজ চার দেয়ালে বন্ধ ?
দূষিত পৃথিবী আজ দূষণ মুক্ত  ;


প্রকৃতির এই নিষ্ঠুর মারণ খেলায়
পেয়েছে কতো শরীর নদীর স্রোতের হেলায় ,
নিয়েছে কতো মৃত্যু স্বর্গরথের দোলায়
হারিয়েছে কত  শিশু শৈশব বেলায় ।


এই মারণ খেলায় করছে কত ব্যাবসা !
নিচ্ছে কিনে চড়া দামে প্রিয়জনের এই অবস্থায় ।
যেথায় পুলিশ, ডাক্তার পাচেছ না ছুটি ?
সেথায় শিক্ষক বৌ এর সাথে করছে খুনসুটি ।