স্বপ্নের খেলা


শিশির ভেজা ওই ঘাসের নীচে,
স্বপ্ন যেথায় রান্না করে ।
আকাশ পানে উদার চোখে
নিদ্রা সেথায় স্বপ্ন দেখে ।


একটু একটু মেঘের কনায়
বানিয়েছে সে বিশাল আঙিনা।
বললে তাকে, দেয় ঝরিয়ে
দুষ্টু মিষ্টু জলের কনা ।


দেখি তাকে ,এই বিশাল মানব চোখে।
যেথায় সে কাপড় বুনে ।
নায়তো তাতে রঙের খেলা ,
আছে শুধু সাদাকালো মেঘের ভেলা ।


মনের ওপারে! দিগন্ত সাগরে
পাবে তার রঙের ঝুড়ি।
কেউ এনে দিও ?ভালোবাসার একটু কুঁড়ি,
চাঁদের আলোয় ফুটিযে দেবে স্বপ্ন পরি।