"অসমাপ্ত ভালোবাসা"


বিদায় করেছো যারে নয়নজলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে ।
দক্ষিণে বাতাস বইছে কোলে ,
আজ এই মধুর সাঁঝে আলোর মাঝে ।


নিয়ে যাওয়া আমার ফুলের তোড়া ;
পাচ্ছে না খুঁজে তোমাকে ছাড়া ।
ব্যাকুল পানে ছিঁড়বে ,বাঁধন হারা ।
তোমার প্রতিটা কোথায় ছিলো মায়ার খেলা ।


আমার সকল দুঃখের প্রদীপ উঠবে জ্বলে  ,
আকাশ ,বাতাস ,আলো বাসবে ভালো ।
যে খানে তুমি লুকিয়ে প্রদীপ  জ্বালো ;
চাইলেও তুমি তাকে ভুলতে পারো ।


আগমন করো তারে হৃদয় ঘরে,
ফিরিতে চায় সে তোমার কোলে ।
দক্ষিণের বাতাস যাবে সোরে ,
হারাতে চায় সে পথের মাঝে সকল - সাঁঝে ।



                                "জয়দেব মণ্ডল"