রাত্রের একাকি চাঁদ
    ভেসে ওঠে এ গগনে,
   নিঃসঙ্গতা কে সঙ্গ করে
   জেগে থাকে রাত ভরে।
    কাটেনা সময় তার
   এ ঘন অন্ধকারে।
কালো কালো ধোঁয়া গুলো
  ঘুরছে আপন মনে তার ,
এ খোলা ভুবন আকাশে।
  ঘুরিছে এ ভুবনো বন টলমল
ঘন অন্ধকারের ই মাঝে।