উল্লাধনী কাঁসর ঘন্টার আওয়াজে ভোরে উঠেছে মন।ফুটছে আনন্দের চাবিকাঠি,
এ আনন্দের অবকাশ নেয়,মায়ের চলছে আরতি চলছে পূজা,সেজে উঠেছে দামি কাপড়ের মন্ডপ।
সবই চোখে পড়ছে,পড়ছে কী ওই ছেলে টাকে?
যে একখানি ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে পরে আছে মণ্ডপের ওই পিছন দিকে!আর কেঁদে চলছে।
পুরোহিত মশাই তাকে মণ্ডপে উঠতে দেয়নি কারণ সে বেজন্মা তার জন্মের ঠিক নেয় জাত পাত নেয়।
দশমীর দিনে মায়ের বিদায়ের সাথে তার ও বিদায় নিতে মনে হয় মায়ের কোলে কিন্তু হতভাগা ছেলের তাও কপাল এ নেয় কারণ সে............