এই দেখো,তোমার সামনে হাঁটু গেড়ে বসলাম.


প্রেম নিবেদন ? দূর,ওসব নয়
অক্ষমতা ? ভুল বুঝেছ.


সামনে থাকলে দেখতে পাওনা,
কারণ দৃষ্টি তোমার নিম্নগামী!
তাইতো,তোমার মানসিক উচ্চতার সাথে মিলিয়ে নিলাম একটুখানি.


এই দেখো,আমি বসেই আছি মাটির কাছকাছি...


মুগ্ধ হলে ? মিথ্যে কথা
প্রেমে পড়লে ? অবিশ্বাস্য.


তার চেয়ে বলো তৃপ্ত হলে,আমায় নতজানু দেখে.
বুকের কাছে স্বস্তি পেলে আমায় পায়ে রেখে.


এই দেখো,আজ বসেই থাকবো তোমার চোখের কাছে.


অপেক্ষা ? আর করি না.
উপেক্ষা ? ধার ধারি না.


বরং তোমার তুমিকে চিনিয়ে দিতে,ভাঙতে অহংকার.
মিলাতে পারি মাটির সাথেও এমনি হাজার বার.